ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে ভারত। ৩১ই জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিং এ নেমে সাঞ্জু ফেরে ৩ বলে ১ রান করে। এরপর তিলক ভারমা ও সুর্য কুমারের ডাকে চাপে পড়ে যায় ভারত।
পরে হারদিক পান্ডে ও দুবের ফিফটিতে ভর করে ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে। পরে ইংল্যান্ড ব্যটিং এ নেমে সল্ট ও ডাকেট ৬৩ রানের পার্টনারশীপ করে সল্ট ফিরে যান ২১ বলে ২৩ রান করে।
ওপেনিং পার্টনারশীপ ভাল হলেও শেষ রক্ষা হয়নি ইংলিশদের। পরে হেনরি বুকের দ্রুততম হাফ সেঞ্চুরিতে ইংলিশদের ইনিংস থামে ১৯.৪ ওভারে ১৬৬ রানে।