পরপর দুবার পবিত্র কুরআনে আগুন লাগিয়ে পুরো মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে সালওয়ান মোমিকা (৩৮) নামের এক ইরানী। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) সুইডেনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে।
পাবলিক ব্রডকাস্টার এসভিটির সুত্রে জানা যায়, ৪০ বছর বয়সী এক ব্যাক্তিকে সোডারতালজে শহরের এক এপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকে করা হয়েছে বলে স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তি মোমিকা কি না, তা সরাসরি উল্লেখ করেনি পুলিশ।
এরও আগে ২০২৩ সালে পবিত্র কোরআনের কয়েকটি কপিতে আগুন দিয়ে আলোচনায় আসে মোমিকা।
সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদন অনুযায়ী, মোমিকাকে গত বছরের ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। ৩০ মার্চ (২০২৪ সালের) শুনানির পর আদালত মোমিকাকে চার সপ্তাহের জন্য আটক রাখার আদেশ দেন। নরওয়েজিয়ান ডিরেক্টরেট অব ইমিগ্রেশন (ইউডিআই) ইইউ আইনানুসারে তাকে সুইডেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
যদিও এর আগে নরওয়ের কিছু আন্তর্জাতিক গণমাধ্যম একাধিকবার মোমিকার নিহতের খবর প্রকাশ করেছিল। পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি। কিন্তু এবার সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমই নিশ্চিত করেছেন।