বলিউডের নব্বই দশকের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন দীর্ঘ ১৫ বছর পর বাংলা চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলাম জানান, রাভিনাকে ‘বানসারা’ সিনেমায় রাজনীতিকের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনি আমার প্রস্তাবে সায় দিয়ে বানসার চিত্রনাট্যকে প্রশংসাও করেছেন।
মূলত সিনেমাটি পুরুলিয়ার মাফিয়া ও পুলিশদের সাথে তাদের টক্করকে ঘিরে সিনেমার চিত্রনাট্য তৈরী করা হয়েছে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্য। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের দুর্গোৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা।
রাভিনা বিয়ের পর সিনেমা জগতের বাহিরে থাকলেও সম্প্রতি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরেছেন। এবার তাকে বাংলা সিনেমায় দেখা যাবে।