বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত প্রথম নারী এগ্রি ইনফ্লুয়েন্সার ও রুচিশীল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উম্মে কুলসুম পপি এক দৃষ্টান্তর। তিনি একজন সফল উদ্যোক্তাও বটে। শালীন পোশাক পড়ে দৃষ্টিনন্দন বাচনভঙ্গি ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে ভিডিওতে তুলে ধরেন গ্রামীণ কৃষকের গল্প। তিনি কৃষিক্ষেত্রের উন্নয়নে এক নতুন দিগন্ত।
পপি উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার প্রত্যন্ত এক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক পাশ করেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশ কৃষিনির্ভরশীল দেশ। এদেশের কৃষকদের জ্ঞান বরাবরই তাদের স্থানীয় এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। তাদের এই জ্ঞানকে আরও সমৃদ্ধ করে বিস্তৃতাবে ছড়িয়ে দিতেই আমার এ উদ্যোগ। তিনি আরও বলেন, কৃষি শিল্প সম্ভাবনায় ভরপুর থাকলেও এই সেক্টরের প্রতি আমাদের আগ্রহ কম। তাই আমার মত এই সেক্টরে আরও লোকের প্রয়োজন যাতে সকল দ্বার উন্মুক্ত করে নতুন শক্তি ও আইডিয়া নিয়ে আসা যায়।
যদিও এর আগে ২০১৬ সালে বিডি এসিস্ট্যান্ট নামে একটি অনলাইন প্রতিষ্ঠান দিয়েছিলেন। এরপর ২০২০ সালে করোনা মহামারী চলাকালীন তার স্বামী আবু সাইদ আল সাগরের সাথে প্রিমিয়াম ফ্রুটস নামে আরও একটি প্রতিষ্ঠান দিয়েছিলেন।