বর্তমান সময়ে বেশ কিছু আলোচিত- সমালোচিত গান, আর যাবো না বেগুন তুলিতে, ছক্কা মাইরা দিলো রে মেম্বারের পোলা, বেবি ওয়ালা খাইছেরে সামনে বসাইয়া, রসের বিয়াইরে এছাড়া আরো কিছু গান। এসব গানগুলো শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বন্ধু-বান্ধবদের আড্ডায় এমনকি বিয়ে বাড়িতে, জন্মদিনে বা কখনো খেলার মাঠে রটে বেড়াচ্ছে। নারগিস নামের এক শিল্পীর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে এসব হাস্যরসাত্বক গান।
নার্গিসের সব থেকে আলোচিত গান “আর যাব না বেগুন তুলিতে” শুনে কবি ও চিন্তক ব্রাত্য রাইসু প্রতিক্রিয়ায় লিখেছিলেন, “গানটিতে রবীন্দ্র কালচারকে অবমাননা করা হয়েছে”।
তবে মজার ছলে হোক বা ভালোবাসায় নারগিস ও নারগিসের গান জায়গা করে নিয়েছেন শ্রোতা ও ভক্তদের মনে