দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদন সূত্রে জানা যায়, দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার (২৬ জানুয়ারি) এবারের বিধান সভা নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যেই দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করবেন বলে অঙ্গীকার করেছেন।
অন্যদিকে এক বিবৃতিতে আম আদমি পার্টি জানান, দিল্লি উন্নয়নে বিজেপির কোন পরিকল্পনা নেই বরং তাদের দৃষ্টিভঙ্গি কেবলমাত্র নেতিবাচক প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার ফলাফল আগামী ৮ ফ্রেব্রুয়ারি প্রকাশ করা হবে।