পানির নিচে ১২০ দিন থেকে বিশ্ব রেকর্ড গড়লেন রুদিগার নামের এক জার্মান নাগরিক। তিনি পেশায় একজন মহাকাশ বিষয়ক প্রকৌশলী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, রুদিগার পানামা উপকূলে পানির নিচে ডুবে থাকা একটি ক্যাপসুলের ভিতরে কোন চাপ ছাড়াই ১২০ দিন কাটিয়ে দেন। ক্যাপসুলটি আধুনিক প্রযুক্তি দিয়ে বানানো। ক্যাপসুলের ভেতরে রয়েছে আধুনিক জীবন ব্যবস্থার সবকিছুই। শুধু তাই নয় , ক্যাপসুলের সরু সিঁড়ি দিয়ে নিচে যাওয়ারও ব্যবস্থা আছে। শুধু ছিলো না গোসল করার সুব্যবস্থা।
প্রতিবেদনে রুদিগার জানান, মূলত এই সার্ভাইবালের মাধ্যমে বুঝানো হয়েছে বর্তমানে জনসংখ্যা এতই বেড়েছে যে এখন বাসস্থানের জন্য একমাত্র সমুদ্রই টেঁকসই। তিনি যেমন একদিকে পৃথিবীর জনসমষ্টিকে বার্তা দিয়েছে অন্যদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন।
তারও আগে যুক্তরাষ্ট্রের জোসেফ দিতুরি ফ্লোরিডার অগভীর হ্রদের নিচে ১০০ দিন থেকে রেকর্ড করেছিলেন। তবে এবার ১২০ দিন পানির নিচে থেকে রেকর্ড গড়লেন রুদিগার কোচ।