নতুন বছরে নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। সম্প্রতি ট্রেন্ডিং কাপাচ্ছে এই গানটি। টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রিল-ভিডিও-মিম এমনকি বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিকেও গানটির বেশ ছড়াছড়ি। যদিও গানটি শুনে বুঝার উপায় নেই, যে গানটি মন খারাপের নাকি আনন্দের। একটু ইন্টার্নেট ঘাটাঘাটি করার পর খুঁজে পাওয়া গেল ননীকে না পাওয়া প্রেমিকের বুকফাটা আর্তনাদ।
গানটি ১৯৯৫ সালে সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিল। এরপর ২০০৫ সালে সীতারাম আগরওয়ালের প্রযোজনায় গানটির ভিডিও চিত্র ধারণ করেছিল। যেখানে নায়ক গরীব চাষী হওয়ায় ননীর পরিবার তার সাথে বিয়েতে অসম্মতি জানায়। নায়ক ননীকে পাওয়ার আশায় উন্নত জীবন ধারণের জন্য শহরে পাড়ি জমায়। এদিকে নায়িকার পরিবার অন্য যায়গায় নায়িকার বিয়ে ঠিক করে। নায়ক ফিরে এসে জানতে পারে ননীর বিয়ের কথা। ননীকে না পাওয়ার যন্ত্রনায় একের পর এক স্মৃতি মনে পড়ায় তাকে কটাক্ষ করে নায়ক।
বিরহের ব্যথা নিয়ে প্রেমিকের অভিব্যক্ত “তুমি সোনা ও দামি গহনা চিনতে পেরেছো। কিন্তু তুমি প্রকৃত মানুষ চিনতে পারো নি। লজ্জার ননী, এটা অত্যন্ত লজ্জার ননী”।