ভারতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহটি শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুরের রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছে পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা যায়, ওই নারী স্বামীসহ তিন সন্তান্দের নিয়ে ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করে আসছিলেন। স্বামীর মেডিক্যাল ভিসার সুবাদে ওই নারী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি সেখানে একটি এপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। ঘটনার আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই নারী তার সহকর্মীকে বলে তার ব্যক্তিগত কাজে দেরি হবে, সে যেন তাকে ছাড়াই কাজে চলে যায়। এরপর বাড়ি ফিরতে দেরী হলে তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ দায়ের করেন।
পরে শুক্রবার স্থানীয়রা একটি নির্জন এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ডিসিপি দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও কুকুর স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্তারিত ফরেনসিক ও তদন্ত করে জানানো হবে বলে জানান।