ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি কেন্দ্র করে তল্লাশি করা হয়েছিল।
আজ দুপুরে (বুধবার, ২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে বোমা সদৃশ কোন কিছুই পাওয়া যায় নি।
বিমানবন্দরের সূত্রে জানা যায়, রোম থেকে ঢাকায় আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটিটিতে কোন এক যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছিল।
এ বিষয়ে বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, যদিও যাত্রীদের ব্যাগ, ল্যাগেজ চেক করা হয়েছে, কোনরুপ বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। আর থ্রেট ও তল্লাশির বিষয়ে পরে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।