বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ‘নায়ক রাজ’ রাজ্জাকের জন্মবার্ষিকী আজ (২৩ জানুয়ারি)। এই কিংবদন্তি ১৯৪২ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন।
সিনেমার নায়ক হওয়ার অদম্য ইচ্ছা থাকলেও ষাটের দশকে সালাউদ্দিন পরিচালিত ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা হয়। পরে বিখ্যাত পরিচালক জহির রায়হানের হাত ধরে তার চলচ্চিত্রে নায়কের যাত্রা শুরু হয়। এরপর জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় নায়কের চরিত্রে ঢালিউডে অভিষেক হয়।
এরপর ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথে অভিনয় করে ভক্তদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে হয়ে ওঠেন ‘নায়ক রাজ’। অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘জীবন থেকে নেয়া’, ‘রংবাজ’, ‘বেঈমান’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাদী থেকে বেগম’ ইত্যাদি। প্রায় ৩০০ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি।
তিনি অভিনয়ের পাশাপাশি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন।
২০১৭ সালের ২১ আগস্ট ‘নায়ক রাজ’ খ্যাত এই মহান অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমান।