দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। যে কি না সিনেমায় বিভিন্ন চরিত্রে দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। এবার নজর কাড়লেন ‘ছাভা’ ছবিতে ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে।
মঙ্গল্বার (২১ জানুয়ারি) ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। যেখানে এই অভিনেত্রী মাথায় ঘোমটা, কপালে সিঁদুর পড়ে আছেন।
‘ছাভা ছবিটি আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। মারাঠা সম্রাট শিবাজী মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা’ ছবিটি দীনেশ বিজন প্রযোজনায় পরিচালিত করছেন লক্ষ্মণ উতেকার। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল ও মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে।