জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছেন দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রে অভিবাসন নিতে এবং আশ্রয়দানের ওপর নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করে তিনি মার্কিন-মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর ঘোষণা দেন। [সূত্র: এএফপি’র]
এছাড়া দক্ষিণ সীমান্তে জরুরী অবস্থা ঘোষণা করেছেন এবং ওবাল অফিসে এক সংবাদ সম্মেলনে আমেরিকায় জন্মগ্রহণকারী যে কোন ব্যক্তির মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল করার মতো বিতর্কিত আদেশ দেন।
সাংবাদিকদের তিনি বলেন, এটি একটি বড় বিষয়। মার্কিন সংবিধানে অন্তর্ভূক্ত একটি অধিকার বাতিল করার পদক্ষেপ কঠোর আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যা একটি অনিবার্য বিষয় বলে প্রেসিডেন্ট স্বীকার করেন।
তিনি বলেন, অভিবাসন আমার পছন্দ। আমার ভালো লাগে। আমাদের লোক দরকার এবং আমি এতে একেবারেই রাজি। আমরা এটা চাই। তবে,আমাদের আইনি অভিবাসন থাকতে হবে।
হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারী আনা বেলি আগেই ঘোষণা করেছিলেন। প্রশাসন আশ্রয়দান প্রথা বন্ধ করবে।