গাজায় যুদ্ধ বিরতি নিয়ে শঙ্কা প্রকাশ করে দ্বিতীয় বারের মতো শপথ নেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ যুদ্ধবিরতি নিয়ে তিনি আস্থা রাখতে পারছেননা। অর্থাৎ এ যুদ্ধ বিরতিতে তিনি আত্মবিশ্বাসী নন। সোমবার (২০ জানুয়ারী) দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।
১৫ মাসের বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ চলে। অনেক চেষ্টারপর যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় তিন ধাপে যুদ্ধ বিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্পের দ্বিতীয়বারের দায়িত্ব নেওয়ার আগের দিন রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পরই ওভাল অফিসে বসে একাধিক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। তখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বিরতিতে তিনি (ট্রাম্প)আত্মবিশ্বাসী নন।
এর আগে, ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ তামিয়ে দিতে পারবেন।
ট্রাম্প আরও বলেন, তিনি মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংঘাত বন্ধে একটি চুক্তি করতে চান। অধিকাংশ মানুষ মনে করেন এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির স্বদিচ্ছা আছে। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সাথে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে ট্রাম্প বলেন, পুতিনের একটি চুক্তি করা উচিৎ। চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।
এছাড়া শপথ গ্রহনের পর গত রোববার ক্যাপিটাল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। তিনিন বলেন, আপনারা অনেক ভালো ভালো ব্যাপার ঘটতে দেখতে যাচ্ছেন। আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি। আমি ক্ষমতায় থাকলে ইউক্রেন গাজায় যুদ্ধ হতো না।