জালিয়াতির অভিযোগে আজীবনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার হয়েছেন অভিনেত্রী নিপুন আক্তার। তার বিরুদ্ধে অর্থনৈতিক সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ উঠেছে।
গত রবিবার (১৯ জানুয়ারী) সমিতির কার্যনির্বাহী পরিষদের এক মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমে জানান শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।
গত বছর ৩০ জুলাই, কমিটি নিপুনকে অর্থনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় কারণ দর্শানোর নোটিশ দিলেও তা তোয়াক্কা করেননি তিনি।
এরও আগে গত বছর ১৬ই জুলাই কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিল্পি সমিতির প্যাডে একটি বিবৃতি দেন। যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। শুধু তাই নয় উক্ত বিবৃতিটি ১৭ই জুলাই ফেসবুকেও শেয়ার করেন।
এদিকে নিপুনের কাছে থেকে এসব বিষয় জানতে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।