বাংলাদেশের উন্নয়ন ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পুর্ন সমর্থন রয়েছে বলে জানান বাংলাদেশে মার্কিন দূতাবাসের নতুন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি (জ্যাকবসন)।
এ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রাজনৈতিক দলগুলো সংস্কার, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বরাবরই সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছে। তার সরকার দেশের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।