বলিউড খ্যাত অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ (৩০) নামে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) এনিডিটিভির প্রতিবেদনে পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, গত বুধবার অভিনেতা সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, অভিযুক্তের কাছে ভারতীয় কোন নথি না থাকায় বাংলাদেশের নাগরিক হিসেবে সন্দেহ করা হয়েছে। তার কাছে এমন কিছু জিনিস জব্দ করা হয়েছে যার থেকে সহজে বুঝা যায় সে বাংলাদেশী। তাছাড়াও সে নিজের নাম পরিবর্তন করে চার মাস ধরে মুম্বাইয়ের একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতো।
অভিযুক্তকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।
এরও আগে গত বুধবার সাইফ আলী খানকে নিজ বাড়িতে একজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। ছোট বড় গলায় ও মেরুদণ্ডে ছয়টা ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লিলাবতী হাসপাতালে নিয়ে গেলে জরুরি অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান সাইফ আলী খান এখন অনেকটা সুস্থ আছেন।