নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের মাছ ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আব্দুল মতিন সোনার।
তিনি মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে জানান, যে সময়ে বোরামবাড়ী এলাকার আদিবাসী সম্প্রদায়ের পুকুরের মাছ ছিনতাই হয় সে সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমির) কার্যালয়ে ছিলেন। তিনি আরও জানান, তার বড় ভাই মোস্তাফিজুর রহমানের জনপ্রিয়তায় হিংসাত্মক হয়ে আব্দুর রহমান, রেজাউল করিম ও সেকেন্দারসহ আরও অনেকে এসব কর্মকান্ড করে আওয়ামী লীগের প্রপাগাণ্ডা বাস্তবায়ন করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমূখ।
তারও আগে স্থানীয়রা মাছ ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে।