রাঙামাটির লংগদুতে নিম্নআয়ের শীতার্ত অসহায় ও দুস্থ্যদের মাঝে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে রাঙামাটি উপজেলার লংগদু উপজেলা ৭ নং সদর ইউনিয়ন লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শীত বন্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় লংগদু সদর ইউনিয়ন পরিষদ থেকে ১৫০ জনসহ উপজেলা প্রশাসন কর্তৃক অতিরিক্ত আরও ২৯ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম বলি চাকমার সঞ্চালনায় অন্যান্য অতিথিরাও সময় উপস্থিত ছিলেন।