ওসি মোঃ রইস উদ্দীন কেন এত প্রশংসার জোয়ারে ভাসছে? তার জন্য জানতে হবে কে এই ওসি রইস উদ্দীন?
সাল ২০২৪! ১২ই নভেম্বর, চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সেবামূলক (এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম ও মনিটরিং জোরদার, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের তড়িৎ সমাধান) কাজের উদ্যোগ নিতেন। জনসাধারণের জন্য সেবার মান বৃদ্ধি করে ও সদাচরণ করে ব্যাপক প্রশংসিত হন তিনি। যেখানে তথাকথিত থানায় ওসির কক্ষে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় সাধারণ মানুষের। সেখানে সরাসরি ওসি রইস উদ্দীনের কক্ষে গিয়ে কথা বলছেন সেবাগ্রহীতারা।
যেখানে থানায় অভিযোগ করলে সহজে সেবা পাওয়া যেত না। এ দালাল-ও দালালকে ধরে, ঘুষ দিয়েও সুষ্ঠু বিচার পাওয়া যেত না, সেখানে ওসি রইস উদ্দীন সরাসরি অভিযোগ শুনছেন ও ঘটনার সত্যতা যাচাই করে আইনি সহায়তা দিচ্ছেন।
সেবাগ্রহীতারা জানায়, ওসিকে স্যার ডাকায় তিনি বিনয়ের সাথে বলেন স্যার নয় বরং ভাই বলে ডাকতে। আইনি সেবা নিতে এখন তার কক্ষে সরাসরি ঢুকে কথা বলা যাচ্ছে। তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েও অত্যন্ত বিনয়ী ও আন্তরিক। তার বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রইস উদ্দীন জানান, তার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা তাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ তো জনগণেরই বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত আচারন করে সুন্দরভাবে সেবা দেওয়ার কাজটাই করে যাচ্ছি।। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে প্রকৃতপক্ষে পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।