ইটের ব্যবসায় দ্বিগুন মুনাফা পাওয়া যায়- এমনটাই লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছে অবৈধভাবে ১৫শ কোটি টাকা। ঘটনাটি মাদারীপুরের শিবচর উপজেলার নলগোড়া এলাকায় ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতারক উপজেলার নলগোড়া গ্রামের হবি জমাদ্দারের ছেলে শাহীন জমাদ্দার। সে ইটের ব্যবসায় বিনিয়োগে দ্বিগুন মুনাফা পাওয়া যায় এরকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। প্রথম প্রথম দু-এক মাস লাভের টাকা দিলেও পরে শুরু করে নানান টালবাহানা। ভুক্তভোগীরা টাকা চাইতে গেলে হুমকি ধামকি দিত। শেষে প্রতারক আত্নগোপ করে। এতে ভুক্তভোগীরা দিশেহারা হয়ে যায়।
বুধবার (২৫ ডিসেম্বর) দিশেহারা এই ভুক্তভোগীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে প্রতারক শাহিন জমাদ্দারকে অনতিবিলম্বে আটক করে অসহায় মানুষগুলোর টাকা ফেরৎ পেতে সরকারের সহযোগীতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।