বগুড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলার ১২ টি উপজেলার ২০০ জনের অধিক বয়স্ক ভাতাভোগী সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা কমান্ড্যান্ট মোঃসাদ্দাম হোসেন (পিভিএম)
এসময় তিনি মহাপরিচালকের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ বলেন, যে সকল সদস্য দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন, রাষ্ট্রের সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কাজের সাথে জড়িত ছিলেন, নীতিমালা অনুযায়ী যাদের বয়স পার হওয়ার পরও বাহিনীর সঙ্গে সু-সম্পর্ক রেখেছেন, বাহিনীর এসব সদস্যদের কৃতিত্বকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।