ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় ঘটে।
নিহত নারী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার খোকন রায়ের স্ত্রী পান্না বনিক (৩৫)। আহতরা হলেন প্রাইভেটকারের আরোহী শিল্পী ঘোষ, দীপ্ত বনিক, ঈশিতা ঘোষ, নিহত পান্নার ১৩ মাসের শিশু ও কাভার্ডভ্যান চালক মোঃ মাহফুজ। তারা মাওয়াতে ঘুরতে গিয়েছিলেন।
স্থানীয় ও হাসাড়া হাইওয়ে পুলিশ ইনচার্জ আঃ কাদের জ্বিলানীর বরাত দিয়ে আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান পেছন থেকে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঐ প্রাইভেটকারের সবাই আহত হয়। তাদের মধ্যে পান্না বনিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, পান্না বনিকের মরদেহ ঐ হাসপাতালেই আছে। আর প্রাইভেটকার ও কাভার্ডভ্যান দুটোই পুলিশ হেফাজতে রয়েছে।