ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল “মাদক নয়, খেলাধুলায় মিলবে বিজয়” এ প্রতিপাদ্য কে সামনে রেখে রামগড়ে সম্প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে রামগড় পৌরসভার নজিরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা ও পুরষ্কার বিতরণী হয়েছে।
অনুষ্ঠানটি আব্দুর রহিম বিশালের সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম বাদশার সভাপতিত্বে শুরু হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ আহম্মদ ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হারুন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃজামাল শামীমসহ সংগঠনের অনেকে।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম রাজু। এই টুর্নামেন্টে ১৬টি দলের অংশগ্রহণে, ফাইনালে রাইজিং স্টার ২-০ সেটে উত্তর লামকুপাড়া ত্রিস্টার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয় রাইজিং স্টারের মোঃ সুজন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় উত্তর লামকুপাড়া ত্রিস্টারে আনাচ ইমন।