খাগড়াছড়ি রামগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ২০২৪ এ গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিসহ আওয়ামীলীগ কর্তৃক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটনার যথাযথ বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রামগড় সরকারি কলেজের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রাজুর সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নুরুল আলম আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুনসহ বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ ভূঁইয়া।
এসময় বক্তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ঘটিত নানান অপকর্ম ও ছাত্রদলের উপর ছাত্রলীগের নির্মম নির্যাতনসহ পূর্বের রাজনীতি, বর্তমান দেশে ঘটমান পরিস্থিতি, বাংলাদেশ গড়তে আগামীতে ছাত্রদলসহ সাংগাঠনিক দলের করণীয় ইত্যাদি বর্ণনা করেন। দেশে ছাত্রলীগ ও তাদের দোষররা এখনো উৎপেতে বসে আছে তাই সকল ছাত্রসহ দেশবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানান। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে শহীদ ও সকল নেতা কর্মিদের উপর নির্যাতনের বিচার চেয়ে দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
এসময় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম অন্তর, রামগড় কলেজ ছাত্রদল নেতা আজিজুল হক রোমনসহ সাংগাঠনিক নেতৃবৃন্দ।