খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃ নির্মাণ ও মানসম্মত সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছে পানছড়ি উপজেলার সর্বসাধারন মানুষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্ব স্তরের পেশার মানুষ এ মানবন্ধনে অংশগ্রহন করে।
উক্ত মানববন্ধনে পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ন-সম্পাদক মোঃ আল-আমিন সোহানের সভাপতিত্বে মোঃ মোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত বক্তাগন বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি খাগড়াছড়ি জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটি ঘিরে খাগড়াছড়ি সদরের দুই ইউনিয়নবাসী, পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নবাসীসহ লক্ষাধিক জনগণের যাতায়াত। পানছড়ি উপজেলাসহ এসব এলাকা প্রত্যন্ত অঞ্চল হওয়ায় যথাযথ শিক্ষা ও চিকিৎসা নিতে হাজার হাজার মানুষকে জেলা সদরে আসতে হয়। সড়কের বেহাল অবস্থার কারনে গর্ভবর্তী মা, শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তির শেষ নেই।
তাই বিষয় গুলো বিবেচনা করে অতিদ্রুত সড়ক পূনঃনির্মাণ বা মানসম্মত সংস্কারের ব্যবস্থা করলে আমরা জনসাধারণ উপকৃত হবো।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃনির্মাণ বা দ্রুত মানসম্মত সংস্কারের দাবীতে পানছড়ি উপজেলা সর্বসাধারনের পক্ষে আল আমিন, আবুল কাসেম, মোঃ আশিকুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়।