খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা সনদ বিতরণী অনুষ্ঠান হয়। সোমবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০ টাইয় মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কমর্কর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস। তিনি বলেন, বেগম রোকেয়া’র মত সকল মেয়েদেরকে সব কার্যক্রমে এগিয়ে আসতে হবে। নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
আলোচনা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারি নারী স্বস্তি চাকমা, প্রত্যাশা চাকমা, বিপুলা চাকমা’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মেঘবিন্দু চাকমা, সহ-সভাপতি মিশু দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ও বিভিন্ন সংঘটনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।