শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায়  তিনটি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচন কোন নাশকতা ছাড়া শৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয়েছে।

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৩ Time View

মঙ্গলবার (২১ মে) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীক নিয়ে এবিএম মোস্তাকিম ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা চতুর্থবারের মত আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া  প্রতীক নিয়ে এস এম শাহনেওয়াজ ডালিম পেয়েছে ৫০ হাজার ৭০৭ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীক নিয়ে মো. গাউছুল হোসেন রাজ পেয়েছে ১২ হাজার ৫৩০ ভোট ও আনারস প্রতীক এড. মো. শহীদুল  ইসলাম পিন্টু পেয়েছে ২ হাজার ৮৩৪ ভোট। 

আশাশুনি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮৭টি ভোট কেন্দ্রে  ২ লক্ষ ৩৯ হাজার ২১০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ২০ হাজার ৫৯১ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৭৩৩ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৮৫৮ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫০.৪১ ।

অন্যদিকে দেবহাটা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ভোট কেন্দ্র ৪১টি ভোটারের সংখ্যা ১১১৫২৭। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. আল-ফেরদাউস হেলিকপ্টার প্রতীক নিয়ে ২৬৩৭৭ প্রাপ্ত ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুজিবর রহমান মটর সাইকেল প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ১৭১৫২, মো. আবু রাহান ঘোড়া প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ১২১৪, মো. গোলাম মোস্তফা চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ১১৮৯, মো. রফিকুল ইসলাম ‌আনারস প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ২৭১২। বৈধ ভোটের সংখ্যা ৪৮৬৪৪, বাতিলকৃত ভোটের সংখ্যা ১১৭১, প্রদত্ত ভোটের সংখ্যা ৪৯৮১৫, মোট ভোট প্রয়োগের শতকরা হার ৪৪.৬৭। 

অপরদিকে তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ভোট কেন্দ্র ৯৩টি ভোটারের সংখ্যা ২৬৬২৩৪। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন ঘোষ সনৎ কুমার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪৬৪৫৮ প্রাপ্ত ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ৩২৪১৩, এস. এম. নজরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ৩১০১৪, মো. আমিনুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ৭৩৭১, মো. আতাউর রহমান মটর সাইকেল প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ২৯৪৫, বিশ্বজিৎ সাধু হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ১৯৭৫,  আব্দুল মালেক শেখ আনারস প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট পেয়েছে ৪৪৬। বৈধ ভোটের সংখ্যা ১২২৬২২, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪১০৬, প্রদত্ত ভোটের সংখ্যা ১২৬৭২৮, মোট ভোট প্রয়োগের শতকরা হার ৪৭.৬০। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com