নোয়াখালীতে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ক্বিরাত কনফারেন্স ও হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে মানজিল গ্রুপের আয়োজনে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার দুইশত হাফেজকে পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও আফ্রিকা থেকে আগত শায়েখ মোহাম্মদ আহমেদ হিজা ও মিশর থেকে আসা ক্বারি গন তেলোয়াত করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল বাকী, কলরব শিল্পী গোষ্ঠী, বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ব্যাক্তি, আলেম ওলামা, সহ আরো অনেকে।