শ্বেতপত্রের প্রতিবেদন, শেখ হাসিনা সরকারের সময় দেশ থেকে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে। এমনটাই উঠে এসেছে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের কাছে প্রদান করা দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নে তৈরি সংক্রান্ত প্রতিবেদনে।
রবিবার (০১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন কমিটির প্রধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তবে, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, শ্বেতপত্র প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে ধরে আলাদাভাবে বিশ্লেষন করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে পরিসংখ্যানকে মেনুপুলেট করা হয়েছে। উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে লুটতরাজের এক মহাযজ্ঞ চলেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতিবছর পড়ে ১৬ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই মাসের শেষ সপ্তাহে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। পরে দেশের খ্যাতনামা আরও ১১ জন অর্থনীতিবিদ নিয়ে ১২ সদস্যের গঠিত কমিটি এ প্রতিবেদন তৈরিতে কাজ করে।
তথ্য সূত্রঃ বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা)