খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদর হাসপাতালে আগুনে পোড়া রোগী বিনোদ কুমার চাকমা (৭০) ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। বুধবার (২৭ নভেম্বর ২০২৪) সকাল ৬ টায় কর্মরত সেবিকা স্মৃতি চাকমা ঔষধ সেবন করাতে গিয়ে ফাঁসরত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক সকলকে বিষয়টি জানান।
কর্তব্যরত চিকিৎসক জানান, গত (১৭ নভেম্বর) আগুনে ৪০% দগ্ধ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন তারই স্বজনরা। চিকিৎসায় ২০% ক্ষত সেরে যায়। গতকাল (২৬ নভেম্বর) রাত বারোটায় সর্বশেষ চিকিৎসা দেয়া হয় রোগীকে। তিনি আরো জানান, রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে এ ঘটনা হতে পারে।
মৃত ব্যক্তি (বিনোদ কুমার চাকমা) লোগাং ইউনিয়নের শুকমনি পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সুত্রে জানা যায় তিনি অবিবাহিত ছিলেন।
মৃতের চাচাতো ভাই দেবল মনি চাকমা (৬০) বলেন, গতকাল রাতে খাবার শেষে আমি নিজ বাড়িতে চলে যাই । সকালে ভাইয়ে মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃত ব্যক্তিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেয়ে মামলা ব্যবস্থা নেব