দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনের জেলা মুন্সীগঞ্জ। চলতি বছর বাজারে আলুর উচ্চ মূল্য থাকায় আলু চাষ করে আরো লাভবান হওয়ার আশায় গত বছরের তুলনায় এবার অধিক পরিমাণে আলু চাষে ঝুকেছে কৃষক। আলু চাষ শুরু হয়েছে।
বর্ষার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শুরু থেকেই জমি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে কৃষকরা এখন আলু আবাদে নেমে পড়েছেন। এখন আলু চাষে যুক্ত হতে বিভিন্ন জেলা থেকে আগত পুরুষ শ্রমিকের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এসকল গ্রামাঞ্চলে।
কৃষি বিভাগের তথ্য মতে, ইতোমধ্যে জেলার প্রায় ৭৩ হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে। এ বছর জেলায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমি। এ বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ টন।
তবে বীজ আলুর সংকটের আশঙ্কায় কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। বীজ সংকট হবে শঙ্কায় শেষ পর্যন্ত আলু চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। বীজের দাম বাড়ায় উৎপাদন কম হওয়ার আশংকা করছেন কৃষকরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলু রোপণ করে লাভের আশায় নতুন স্বপ্ন বুনছে কৃষকরা। আলুর বামপার ফলন করেই লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সিরাজদিখান উপজেলার কুমারখালী ,বালুচর, কালিনগর, বয়রাগাদী সহ বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চল ও বিভিন্ন উপজেলা জুড়ে আলু রোপণ কাজে কৃষকের ব্যস্ততার দৃশ্য লক্ষ্য করা গেছে।