রোববার (১৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন জানান উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা ক্ষুদ্র চা কারখানা গড়ে তোলার আবেদন জানিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা ক্ষুদ্র চা কারখানা অনুমোদন দেয়ার কথা ভাবছি। তিনি বলেন চা শিল্পের সমস্যা একেকটা যায়গায় একেক রকম। উত্তরাঞ্চলের চা শিল্পের প্রধান সংকট হচ্ছে কোয়ালিটি।
পঞ্চগড়ের চা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কেটিং এর ব্যাপারে। এখানে চাষিদের উন্নতি করতে হলে কাঁচা চা পাতার কোয়ালিটি বাড়াতে হবে। ফ্যাক্টরিদের কিছু সিন্ডিকেটের ব্যাপারও আছে। যদি চাষিরা কোয়ালিটি চা পাতা দেয় তাহলে অবশ্যই তাঁকে নায্য মুল্য দিতে হবে। আন্ডার গ্রাউন্ডে চা বিক্রীর একটা বদনাম আছে। আমি অস্বীকার করবো না। এ এলাকার ফ্যাক্টরির যারা আছে তাদের এ বদনাম আছে। এ জন্য আমরা মনিটরিং বাড়াবো। আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো। এখানে কম্পিটিশন বাড়াতে হবে। যাতে মনিপলি না হয়। এখানকার ক্ষুদ্র চা চাষিরা ক্ষুদ্র চা কারখানার ব্যাপারে প্রয়োজনীয়তার কথা উপস্থাপন করেছে।
সভায় ক্ষুদ্র চা চাষি, বাগান মালিক, কারখানা কতৃপক্ষ,বায়ার, বিটার সহ সংশ্লিষ্ট অনেকেই তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা মো.আমির হোসেন সহ চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকতা কর্মচারিরা উপস্থিত ছিলেন।