বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ৩১ দফা সম্বলিত বুকলেট, ছাত্রদলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পুস্তিকা এবং শুভেচ্ছা স্মারক হিসেবে কলম উপহার দেয়া হয় এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি নিম গাছ রোপনও করেন।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ শিক্ষার্থীরা এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের কাছে বিএনপি সরকার গঠন করলে চিকিৎসক নিরাপত্তা আইন করার অনুরোধ জানান এবং নোয়াখালী মেডিকেল কলেজ থেকে হাসপাতাল প্রায় ৮-১০ কিলোমিটার দূরে এ বিষয়ে তারা বলেন, প্রতিদিন কলেজ ক্যাম্পাস থেকে হাসপাতালে যাতায়াত করতে তাদের দেড় থেকে দুই ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় হয়। মেডিকেল কলেজের পাশেই হাসপাতাল অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও দেশের বর্তমান মূল্যস্ফীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের অন্যায়ের বিষয়ে মতামত ব্যক্ত করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাসিবুল হাসান সজীব সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরত্ব দিবে। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্র যেমন যুক্তরাজ্যের আলোকে national health service (NHS) এর মতোন সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি ক্ষমতায় আসলে।
কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করলে আসলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আলাদাভাবে জিডিপির মিনিমাম ৫% বাজেট রাখা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আধুনিক এবং যুগোপযোগী করা হবে। এছাড়াও মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরী নিশ্চিত এবং অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণায় গুরত্ব দেয়া হবে। ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এছাড়াও চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাসিবুল হাসান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন আরো অনেকে।