পঞ্চগড়ে আগামী ১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু হচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক পলিথিন পেলেই আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ শে অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী । জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সম্মিলিত সহযোগীতায় পঞ্চগড়ে এই মত বিনিময় সভার আয়োজন হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অংশিজনের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ব্যাবসায়ি, শিল্পকারখানার কতৃপক্ষ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারন সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পরিবেশ কর্মী নয়ন তানবিরুল বারি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক বলেন সর পলেথিন আমাদের স্বাস্থ্য ঝুকিতে ফেলেছে। এটা নির্মুল করার জন্য সরকার কাজ করছে। আগামী ১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু হবে। পলিথিন পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি স্থানীয় উদ্যোক্তাদের পাটের ব্যাগ আমদানি করে পঞ্চগড়ে বিক্রী করার পরামর্শ দেন। পঞ্চগড়ের বেসরকারি দুটি পাটকল জেমজুট ও সুপ্রীয় জুটমিলকে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার আহ্বান জানান।