নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই নুরুল ইসলাম ইট দিয়ে ছোট ভাই কামরুজ্জামান (৫০) কে আঘাত করে। এতে কামরুজ্জামান গুরুতর আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কামরুজ্জামানের শ্যালক আরিফ হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে নিয়ামতপুর থানায় একটি মামলা করেন। অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আহত কামরুজ্জামানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কামরুজ্জামান ও নুরুল ইসলাম ছাতড়া এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে।কামরুজ্জামানের বসত ভিটার অংশে ঢুকে জোরপূর্বক রান্নাঘর নির্মাণ শুরু করেন নুরুল ইসলাম। কামরুজ্জামান ও তার স্ত্রী তাদের বাধা দিলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা তাদের মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে নুরুল ইসলাম ছোট ভাইয়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে কামরুজ্জামান গুরুতর আহত হয় এবং ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানি ঘটায়। মারামারিতে অংশ নেওয়া আসামিরা কামরুজ্জামানের মেয়ের কান থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।
কামরুজ্জামানের মেয়ে তৌহিদা জামান বলেন, আমার বাবার সম্পত্তিতে জোরপূর্বক রান্নাঘর তৈরি করছিল। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, জোরপূর্বক দখল ও মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।