মুন্সীগঞ্জে গত ৪ই আগষ্ট শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহতের কয়েকটি মাডার মামলা দায়ের করা আসামিদের বিরুদ্ধে জেলা আদালত ঘিরে আইনজীবী ভবন এর মাঠ প্রাঙ্গনে হুশিয়ার দিলেন জামিন না দেওয়ার শিক্ষার্থীরা।
আজ ২৩ই অক্টোবর বুধবার জেলা আদালত মাঠ প্রাঙ্গনে আইনজীবীদের উদ্দেশ্য করে ছাত্র সমাজের এ হুশিয়ার কর্মসূচি অবস্থান দেখা যায়।
ইতিপূর্বে শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে জেলা সদরের চরাঞ্চল থেকে শিক্ষার্থীদের উপর হামলার জন্য অস্ত্র-ককটেল নিয়ে শহরে প্রবেশ করেন ২-৩ হাজার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, নেতাকর্মী ও অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাত্র সমাজের।