‘‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই’’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে মাসব্যাপী জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার (২৩শে অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইঁদুর দমন অভিযান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ আরো অনেকে।
সভায় জানানো হয়, ইঁদুর ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। ধানসহ ফসল ও বেড়িবাধঁ রক্ষায় ১৯৮৩ সাল থেকে বিশেষ কর্মসূচি হিসেবে ইঁদুর দমন অভিযান পরিচালনা করা হচ্ছে।
গত বছর জাতীয় ইঁদুর দমন অভিযানে বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় কৃষক মো. কবির হোসেনকে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।