বরগুনার পাথরঘাটার সাবেক শিক্ষা অফিসার টিএম শাহ্ আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। টিএম শাহ্ আলম পাথরঘাটায় থাকাকালীন তার বিরুদ্ধে অর্থ আদায়, অনিয়ম-দুর্নীতি ও শিক্ষকদের সাথে অসদাচরণ, শিক্ষকদের আক্রোশমূলক বদলিসহ ব্যপক অভিযোগ উঠে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ আক্তারুজ্জামানকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, আগামী (২৩ অক্টোবর) পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় এ তদন্ত অনুষ্ঠিত হইবে।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে ২০২৩ সালের ১৩জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাকে পাথরঘাটা থেকে খুলনা জেলার কয়রা উপজেলায় বদলী করেন। তখন স্থানীয় সাবেক সাংসদকে দিয়ে তদবির করিয়ে ১৯ জুলাই পুণরায় পাথরঘাটায় যোগদান করেন। এরপর তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। পরবর্তীতে তাকে আবারও খুলনার দিঘলিয়া উপজেলায় বদলী করা হয়। বর্তমানে তিনি খুলনার দিঘলিয়া কর্মরত আছেন।
পাথরঘাটা পৌর বিএনপির সদস্যসচিব মোহাম্মাদ ইসমাইল শিকদার (এসমে) বলেন, পাথরঘাটার সাবেক এই শিক্ষা কর্মকর্তা টিএম শাহ্ আলম আওয়ামীলীগের দোসর ছিলেন। তিনি আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে কাউকে পরোয়া করতেন না। তার অভিযোগ গুলো সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত।
তদন্ত কর্মকর্তা শেখ মোঃ আক্তারুজ্জামান বলেন, পাথরঘাটার সাবেক শিক্ষা অফিসার টিএম শাহ্ আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ একাধিক অভিযোগের তদন্তে আমাকে দায়িত্ব দিয়েছে অধিদপ্তর। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩অক্টোবর পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় তদন্ত অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে তদন্ত করে অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।