মন্সীগঞ্জের গজারিয়ায় আজহারুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার দুই মেয়ে ও নাতি-নাতনিদের উপর। উপজেলার ভবেরচর ইউনিয়নের পশু হাসপাতাল সংলগ্ন বাড়িতে এই ঘটনাটি ঘটে। বর্তমানে আহত আজহারুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আজহারুল ইসলাম বলেন, ‘তার স্ত্রীর নির্দেশে বড় মেয়ে ও ছোট মেয়ে এবং দুই মেয়ের তিন নাতি মিলে আমাকে গেল ৭ দিনে দুই দফা মারপিট করেছে। ৭ থেকে ৮ দিন আগে শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পর মাছ কাটাকে কেন্দ্র করে প্রথম দফায় মারপিট করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তারা। পরে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দফায় বড় মেয়ে মোরশেদা তার দুই ছেলে মহিদুল ইসলাম ইমন, মাহাদি ইসলাম অর্ণব ,ছোট মেয়ে মলৌদার এক ছেলে আকিব এই পাচজন অমানুষিকভাবে কিল,ঘুষি, লাথি ও বাশের কঞ্চি দিয়ে আমাকে পিটিয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় তিন বেলাই সরকারের দেয়া খাবার খাই।
লোমহর্ষক বর্ণনায় ওই বৃদ্ধ জানান, ‘৪০ বছর আগে নিজের অর্জিত টাকা-পয়সায় নিজ নামে কেনা বাড়ি দ্বিতীয় স্ত্রীর সংসারে দুই ছেলে ও দুই মেয়েকে লিখে দেই। আর এখন আমার স্ত্রীর নির্দেশে দুই মেয়ে ও তিন নাতি আমার কোন বাড়িঘর নেই বলে তাড়িয়ে দেয়। বড় ছেলে আরিফুর রহমান মোনায়েম কোম্পানিতে চাকরি করে। সেনাবাহিনীতে চাকরিরত আছে ছোট ছেলে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বৃদ্ধের ছেলে ফোন করে আমাদের সব ঘটনা জানিয়েছে। বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।