মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা নারীসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ধাড়ালো ছুরির কাটা দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে কোন বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।
এদিকে একই দিন (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকায় ৩৫ বছর বয়সের এক নারীর মৃতদের উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনও সনাক্ত করা যায় নি। সনাক্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।