মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ভারতের চোরাই পথে আমদানি করা ৯০ পিস শাড়ি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ভারতীয় শাড়ি সহ সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, ‘ভারতীয় শাড়ির লেভেল পরিবর্তন করে চোরাই শাড়ি আসছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সিএনজি চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর থেকেই গাড়ি রেখে পালিয়ে যায়। সিএনজি অটোরিক্সার ভেতরে তল্লাশি করে ৯০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।