মৌলভীবাজার জেলার বড়লেখায় বাড়ির পাশের নালার পানিতে ডুবে আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহমদ (৫) উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের দুবাই প্রবাসি ছফর উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত রোববার দুপুরে শিশু আহমদ খাওয়া-দাওয়া করে খেলতে যায়। এরপর তাকে খোঁজে পাওয়া যায়নি। বিকেল সাড়ে চারটার দিকে স্বজনরা বাড়ির পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করেন। বাবার সাথে মায়ের মনোমালিন্য থাকায় ৪/৫ বছর ধরে মা সায়না বেগম নানাবাড়িতে বসবাস করছেন। শিশু আহমদ সৎ মায়ের সাথে বাবার বাড়িতে থাকতো।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সোমবার (১৪ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে শিশুটি পানিতে ডুবে মারা গেল, নাকি এ মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।