শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত আবু কালাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪২ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ। 

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি লৌহজং উপজেলার পদ্মা সেতু (উত্তর) থানাধীন কুমারভোগ ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে আবু কালাম (৪০)।

জানাযায়, আটককৃত আবু কালামকে মামলা থেকে বাদ দিতে কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জিন্নাত খান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজীব জমাদ্দার ও বিএনপির স্থানীয় নেতা মো.শওকত হোসেন সহ অনেকই তদবির করেন। 

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় পেনাল কোড ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ বিধি অনুযায়ী গত ২০ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলা নং-০২ এর ১৪৩ /৩২৩ /৩২৫/ ৩২৬ /৩০৭/ ৩০২ /৪৪৭/ ৪৪৮ /৪২৭ /১১৪ ধারায় ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে

নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু কালামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ধারণ করা একটি ভিডিও ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা হয়। অভিযুক্ত ব্যক্তির অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় পদ্মা সেতু উত্তর থানা থেকে দ্রুততম সময়ের মধ্যে মুন্সীগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com