মৌলভীবাজারের রাজনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ঠা আগস্টের ঘটনার দায়ের করা মামালার অন্যতম আসামী (আওয়ামীলীগের শাসন আমলে আওয়ামীলীগের সক্রিয় কর্মী, অবৈধ চিনির ব্যবসায়ী সিন্ডিকেট) আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (৮ই অক্টোবর) মধ্য রাতে উপজেলার মুন্সিবাজারের মেদেনীমহল গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মেদেনী মহল গ্রামের আব্দুল সালামের পুত্র। ৪ঠা আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মৌলভীবাজার চৌমুহনা চত্তর, কোর্ট রোড, শমসেরনগর রোড, চাঁদনীঘাট ব্রীজ এলাকা, পৌরসভার ১ নং ওয়ার্ডে ছাত্রদের উপর আওমীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের হামলার ঘটনায় সক্রিয় ভুমিকা রাখেন। এঘটনা নিয়ে ইয়ামিন সাকিব বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল মতিনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। মৌলভীবাজার মডেল থানার এসআই সামছুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী। গোপন সুত্রে বরাতে খবর পেয়ে মুন্সিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।