ঝালকাঠির রাজাপুরের দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে উত্তর চড়াইল হাসেমীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৪) কে অপহরন করা হয়। এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা রাজাপুর থানায় অভিযোগ দিলে রোববার (০৬ অক্টোবর) দুপুরে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন সরদারের পিতা ইদ্রিস সরদারকে নিজবাড়ি থেকে আটক করেছে পুলিশ। ঐ ছাত্রীর পিতার অভিযোগ, গত ২ অক্টোবর বৃহস্পতিবার তার মেয়ে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটার দিকে দক্ষিন পুটিয়াখালী গ্রামের ইদ্রিস সরদারের ছেলে রুহুল আমিন সরদারসহ সহ আরও ৩/৪ জন লোক মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোন খোজ খরব নেই কি অবস্থায় আছে তাও জানা যায় নি। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তর পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। ঐ ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।