ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে আগ্নে ও দেশীও অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা মুখ বেধে ডাকাতি করা হয়। শুক্রবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এ সময় ডাকাত দল ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, অনুমান রাত আড়াইটার সময় ভবনের সামনে ড্রইং রুমের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের মুখোশ পরা ডাকাত দল ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেধে ফেলে। বাদল ও মামুন নামে দুই ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের পিটিয়ে আহত করে। পরে সবাইকে এক রুমের মধ্যে আটকে রাখে সব রুমে তান্ডব চালিয়ে সমস্ত মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।