জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেতনানাশক ঔষধ খাইয়ে অটোরিকশার ব্যাটারি, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পৌর এলাকার কোনাবাড়ী সেংগুয়া বাজার সংলগ্ন নির্জন স্থানে এই ঘটনা ঘটে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত হৃদয় মিয়া (১৯) উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান (বটতলা) গ্রামের সেলিম মিয়ার ছেলে। দরিদ্র পরিবারের সন্তান হৃদয় লেখাপড়ার পাশাপাশি তার পিতাকে সহযোগিতা করতে অবসর সময়ে অটোরিকশা চালাতেন। গতকাল শুক্রবার বিকেলে উপার্জনের উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বের হন তিনি।
রাত ১১টার দিকে কোনাবাড়ী রাস্তা দিয়ে যাওয়ার পথে হৃদয় মিয়া দুর্বৃত্তদের কবলে পড়েন। তারা তাকে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে। এরপর তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল এবং অটোরিকশার পাঁচটি ব্যাটারি ছিনতাই করে নিয়ে যায়। দুর্বৃত্তরা অটোরিকশা ও চালককে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
অটোচালকের পিতা সেলিম মিয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে জানান যে তার ছেলে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে। এরপর তারা হৃদয়কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে ফোন করা ব্যক্তির সঙ্গে পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ চাঁদ মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সতর্কতা:
এ ধরনের অপরাধ থেকে রক্ষা পেতে জনসাধারণকে অপরিচিত ব্যক্তিদের দেওয়া পানীয় বা খাবার গ্রহণ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।