শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

মৌলভীবাজারে সালিশী বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

মৌলভীবাজারের সদর উপজেলার হিলালপুর গ্রামে এক সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী সহ আহত হয়েছেন আরও ৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) জানান, ’গতকাল বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশের একটি দল নিয়ে পৌঁছান। এরপর হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে ধারালো দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।’

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,’গতকাল বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের সাথে এক সালিশী বৈঠক বসা হয়। সালিশী বৈঠক চলাকালে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা উপরযোপরী এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করে। এতে গুরুত্বর আহত হন-পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।’

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুতর আহত পারভেজ আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com