মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়নের একটি বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মুহাম্মদ শাহনেওয়াজ সরকারের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ছাত্রী ও তার মা এ ঘটনায় ঐ স্কুলে এসে প্রধান শিক্ষক সুমন মোহাম্মদ আহসানউল্লাহর নিকট ধর্ষক শিক্ষকের বিচার দাবি করেন।
শিক্ষার্থী জানান, শাহনেওয়াজের নিকট প্রাইভেট পড়ার সময় সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। পরবর্তীতে তার বিভিন্ন কৌশলের কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের এক পর্যায়ে প্রাইভেট পড়ানোর কক্ষে স্যার নিজেই কাজী সেজে নিজেই বিয়ে করে। এর পর নারায়ণগঞ্জে তার ভাইয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার শারীরিক মিলন করে। আমি তাকে বিয়ে রেজিস্ট্রির কথা বললে সে তালবাহানা শুরু করে। প্রধান শিক্ষকের নিকট শিক্ষার্থী অভিযোগ করেছে শুনে অভিযুক্ত শাহনেওয়াজ সরকার স্কুল থেকে পালিয়ে যায়। পরবর্তী তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
প্রধান শিক্ষক সুমন মোহাম্মদ আহসান উল্লাহ জানায়, ভুক্তভোগী ও তার মা বিদ্যালয়ে এসে ঘটনার বিস্তারিত জানিয়েছে আমি এ ব্যাপারে অভিযুক্ত শাহনেওয়াজকে জিজ্ঞেস করলে সে সব বিষয় অস্বীকার করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মোর্তজা আহসান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।